প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক বছরে শতকোটি ইউরো আয়ের রেকর্ড রিয়াল মাদ্রিদের

|

ইতিহাসের প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক বছরে ১০০ কোটি ইউরোর বেশি আয় করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ১০৮ কোটি ইউরো আয়ের খবর দিয়েছে ক্লাবটি। বুধবার (২৪ জুলাই) নিজেদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে ক্লাবটি জানায়, তাদের এই আয়ে খেলোয়াড় বিক্রির অর্থ হিসেবে আসেনি। গত বছরের চেয়ে তাদের এবারের আয় ২৩ কোটি ইউরো বা ২৭ শতাংশ বেশি।

ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩–২৪ অর্থবছরে তাদের মোট আয় হয়েছে ১.০৭৩ বিলিয়ন ইউরো, যা ২০২২–২৩ অর্থবছরের তুলনায় ২৩০ মিলিয়ন ইউরো বেশি। এ সময়ের মধ্যে হোম স্টেডিয়াম পুরোপুরি চালু না হওয়া সত্ত্বেও ক্লাব ১ বিলিয়ন ইউরো আয় করতে সফল হয়েছে। যেকোনো ফুটবল ক্লাবের জন্য এটি একটি নজিরবিহীন ও সফল পরিসংখ্যান।

সবশেষ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ী দলটি এই অর্থ বছরে স্পেন সরকারকে কর পরিশোধের পরও মোট লাভ করেছে এক কোটি ৬০ লাখ ইউরো, গত মৌসুমের চেয়ে ৩২ শতাংশ বেশি।

উল্লেখ্য, বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে গত মৌসুমে রেয়াল মাদ্রিদকে ৬০৭ কোটি মার্কিন ডলারের ক্লাব হিসেবে মূল্যায়্ন করে ফোবর্স।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply