গাজায় স্কুলে হামলা; ১৫ শিশুসহ দুই এলাকায় নিহত অর্ধশতাধিক

|

ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিনের সাক্ষী হলো গাজা। ইসরায়েলি হামলায় উপত্যকার দেইর আল বালাহ ও খান ইউনিসে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

জানা গেছে, হামাসের আস্তানায় অভিযানের নামে উপত্যকার দেইর আল বালাহর একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্কুলে বোমাবর্ষণে প্রাণ হারায় অন্তত ৩০ জন। তারমধ্যে ১৫ জনই শিশু। আহত হয় শতাধিক।

ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ এর দাবি, স্কুল কম্পাউন্ডের ভেতর হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টারই ছিলো অভিযানের লক্ষ্য। অভিযোগ, স্কুলটি থেকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালাতো হামাস। রয়েছে গোপন অস্ত্রের ভাণ্ডারও।

তবে হামলার আগে, বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি স্কুলটিতে আশ্রয় নিয়েছিল। ফিল্ড হাসপাতাল হিসেবেও ব্যবহৃত হচ্ছিলো সেটি। অন্যদিকে, খান ইউনিসেও ইসরায়েলি হামলায় ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply