ইসরায়েলের ফুটবল মাঠে রকেট হামলা, নিহত ১২

|

ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। এ ঘটনায়, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে দায়ী করছে তেলআবিব। রোববার (২৮ জুলাই) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মাজদাল শামস শহরের একটি ফুটবল মাঠে হয় হামলা। নিহতদের বেশিরভাগই শিশু। এ হামলায় আহত আরও ১৮ জন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-র দাবি, ইরানের তৈরি ‘ফালাক ওয়ান’ রকেট ব্যবহার করা হয়েছে হামলায়। গত ৭ অক্টোবর, গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

এ হামলার জন্য হিজবুল্লাহকে চড়া মাশুল গুণতে হবে বলে হুমকি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য, হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। একইদিন, লেবানন ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ৪ জনের।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply