লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী নিকোলাস মাদুরো। বিতর্কিত এই নির্বাচনে মাদুরোর জয়ের দাবির বিরুদ্ধে প্রতিবাদ ফুঁসে উঠেছে হাজার হাজার বিক্ষোভকারী। মঙ্গলবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববারের বিতর্কিত নির্বাচনী ফলাফলের প্রতিবাদে জনতাকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী।
ফলাফলের একদিন পর সোমবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ মধ্য কারাকাসে নেমে আসে। কেউ কেউ শহরের চারপাশের পাহাড়ের পথ দিয়ে কয়েক মাইল পায়ে হেঁটে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যায়।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিজয় দাবি করার পরদিনই ভেনিজুয়েলার রাজধানীতে বিক্ষোভ শুরু হয়। বিরোধীরা মি. মাদুরোর ঘোষণাকে জালিয়াতি বলে দাবি করেছে। বিরোধী দলের মতে, এই নির্বাচনে তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে বিশ্বাসযোগ্যভাবে জয়ী হয়েছেন।
বিতর্কিত নির্বাচনের ফলাফল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ঝড় উঠেছে প্রতিবাদের। ইতোমধ্যে, বিক্ষোভকারীদের দমাতে রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট ভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
/এআই
Leave a reply