লেবাননের রাজধানীতে ইসরায়েলের হামলা, বহু প্রাণহানির শঙ্কা

|

হিজবুল্লাহর হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৩০ জুলাই) এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও হামলার বিষয়টি উঠে এসেছে

তেলআবিবের দাবি, হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডারের অবস্থান টার্গেট করে বৈরুতের দক্ষিণাঞ্চলে এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলের গোলান মালভূমিতে হামলার ঘটনায় ঐ হিজবুল্লাহ্ সদস্য জড়িত ছিল বলেও অভিযোগ তাদের।

যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, বহু প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, হামলায় রাজধানীর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, গত শনিবার ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় প্রাণ যায় ১২ ইসরায়েলির। এরপর থেকেই বৈরুত লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়ে আসছিলো তেলআবিব।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply