কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্তে আগামী রোববার (৪ আগস্ট) রংপুরে যাবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্টের অডিটোরিয়াম ভবনে এক সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এ তথ্য জানান।
বিচারপতি দিলীরুজ্জামান বলেন, সহিংসতা ঘটনার প্রত্যেকটি স্থান পরিদর্শন করা হবে। এছাড়া ঘটনা সম্পর্কে যারা জানেন তাদের সাক্ষ্য নেয়া হবে। এ সময় কেউ সাক্ষীদের ভয়ভীতি দেখালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রথমে নিহত আবু সাইদের মৃত্যুর বিষয়ে তদন্ত করা হবে। এরপর রংপুর সার্কিট হাউজে সাক্ষ্য গ্রহণ করা হবে। এ সময় ৪৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথাও জানান বিচারপতি দিলীরুজ্জামান।
/আরএইচ
Leave a reply