ভোলার মেঘনায় ট্রলারডুবি, এখনও নিখোঁজ ৮

|

স্টাফ করেসপনডেন্ট, ভোলা:

ভোলার ঢালচর সংলগ্ন মেঘনা নদীতে ১৩ জেলেসহ ট্রলারডুবি হয়েছে। এ ঘটনায় ৫ জেলে জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৮ জন। স্থানীয় মৎস্য অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

এক সপ্তাহ আগে বৈরী আবহাওয়ার মধ্যে চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের শুকনা খালি মৎস্য ঘাট থেকে দুলাল চৌকিদারের একটি ট্রলারে করে ১৩ জেলে মাছ ধরতে যায়। মাছ ধরে ফিরে আসার সময় শুক্রবার রাতে ঢেউয়ের কারণে ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারে থাকা জেলে ও মাঝি নদীতে পড়ে যান। পরে রাতেই অন্য আরেকটি মাছ ধরার ট্রলারে থাকা জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ৫ জেলেকে উদ্ধার করে। বাকি ৮ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

জীবিত উদ্ধার হওয়া জেলেরা হলেন দুলাল মাঝি (৪০), নাজিম (৪৪), সুমন (৩৮), শাহিন (২৫) ও মনির (৩৩)। আর নিখোঁজ জেলেরা হলেন নুর আলম ( ৩০), কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০), মো. বেল্লাল (৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), মো. হোসেন মাঝি (৫০) ও জাহাঙ্গির মিস্ত্রি (৪৫)।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। এছাড়া স্থানীয় মৎস্য ব্যবসায়ীরাও নিজস্বভাবে নিখোঁজ জেলেদের খুঁজতে বের হয়েছেন।

/এটিএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply