অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ‘স্মার্ট ফেন্স’ বসাচ্ছে ভারত

|

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা:

অনুপ্রবেশ ঠেকাতে এবার সীমান্তে উন্নতমানের ‘স্মার্ট ফেন্স’ বসাচ্ছে ভারত। কাঁটাতারের বদলে এরইমধ্যে পশ্চিমবঙ্গের বেশকিছু জায়গায় মজবুত এবং অতিরিক্ত উচ্চতার বেড়া বসানোর তোড়জোড় চলছে। কর্তৃপক্ষ বলছে, অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি নাগরিকদের নিরাপত্তায় নেয়া হয়েছে এ পদক্ষেপ।

প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার বিস্তৃত বাংলাদেশ-ভারত সীমান্ত। পশ্চিমবঙ্গে ৯৩৮ কিলোমিটার বাদে ত্রিপুরা, আসাম এবং মেঘালয়ের সাথেও দু’দেশের সীমান্ত এলাকা।

গেলে কিছুদিন ধরেই সীমান্ত ঘিরে ভারতের তৎপরতা চোখে পড়ার মতো। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বেশ কিছু জায়গায় স্মার্ট ফেন্সিং সিস্টেম বসানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

এরইমধ্যে জলপাইগুড়ির ধরধরা সীমান্তে পুরোনো কাঁটাতারের বেড়ার পরিবর্তে মজবুত ও অধিক উচ্চতার স্মার্ট ফেন্স বসানোর কাজ শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এতে অনুপ্রবেশ কমার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

এর আগে, বাংলাদেশ-ভারত সীমান্তের ওপর নজর রাখতে বিএসএফ’র কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply