১২ দফা দাবিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিক্ষোভ

|

বেতন-ভাতা বৃদ্ধি, ঝুঁকিভাতা প্রদান ও ওভারটাইম নিশ্চিত করাসহ ১২ দফা দাবিতে বিক্ষোভ করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা। রোববার (১১ আগস্ট) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেন তারা।

এ সময় বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে নেতারা বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো রেলওয়ে নিরাপত্তা বাহিনীও প্রশিক্ষিত বাহিনী। কিন্তু দীর্ঘদিন ধরে বাহিনীটি অবহেলিত। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আরএনবির কেউ কাজে যোগদান করবে না বলেও জানান তারা।

আরএনবির একজন সদস্য বলেন, ৯ মাস অন্যান্য বাহিনীর মতো আমরা প্রশিক্ষণ নিইয়ে থাকি। এরপরও সিভিল ডিপার্টমেন্ট থেকে আমাদের পরিচালিত করা হয়।

বিক্ষোভ শেষে সব অঞ্চলের সমন্বয়কদের সাথে আলাপ করে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply