জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু

|

বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ পূর্ণমাত্রায় চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে এ তথ্য জানানো হয়।

৯৯৯ হলো বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর। মূলত, যেকোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ এই নম্বরে ফ্রি ফোন করতে পারবেন।

নম্বরটিতে ফোন করে ফায়ার সার্ভিস, পুলিশ ও অ্যাম্বুলেন্স সেবা সংক্রান্ত তথ্য পাওয়া যায়। দিন-রাত ২৪ ঘণ্টা এ কল সেন্টার চালু থাকে। এই কল সেন্টারটি বাংলাদেশ পুলিশের অধীন পরিচালিত হচ্ছে।

প্রসঙ্গত, গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর রাজধানীর অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হত্যার শিকার হন অনেক পুলিশ সদস্য। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। এছাড়াও অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট করা হয়। এরপর পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। এ পরিস্থিতিতে পুলিশের অন্যান্য সেবার পাশাপাশি জরুরি সেবার নম্বর ৯৯৯ থেকে সেবা পাওয়াও বন্ধ হয়ে গিয়েছিলো।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply