ঢাকা দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলী ও সচিব অপসারণের দাবিতে বিক্ষোভ

|

বিক্ষোভ করছেন সংস্থাটির কর্মকর্তা, কর্মচারী ও প্রকৌশলীরা।

দুর্নীতি অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রবল ক্ষমতাধর প্রধান প্রকৌশলী আশিকুর রহমান ও সচিব আকরামুজ্জামকে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে নগর ভবনে ডিএসসিসির প্রধাণ নির্বাহীর কক্ষের সামনে অবস্থান নেন কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা আশিকুর রহমান ও আকরামুজ্জামানের অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

সেই সাথে, তাদের অপসারণে ২৪ ঘন্টার আলটিমেটাম দিন। অন্যথায়, অর্নিষ্টিকালের জন্য মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম থেকে শুরু করে সকল সেবা বন্ধের হুশিয়ারি হুশিয়ারি দেন তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধান প্রকৌশলী ও সচিব ক্ষমতা ব্যবহার করে অপরাধের পাহাড় গড়েছেন। বিভিন্ন প্রকল্পের নামে হরিলুট, অকারণে চাকরিচ্যুত, অবৈধ নিয়োগ বাণিজ্যসহ সকল অপকর্মে জড়িত ছিল এই সিন্ডিকেট।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply