বিশ্ববিদ্যালয় খুললেও অচলাবস্থা কাটেনি

|

দেশের সব বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও বেশিরভাগে কাটেনি অচলাবস্থা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ ৭৫ জন কর্মকর্তা পদত্যাগ করায় ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠামো। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে বেশ কয়েকটি বিভাগে শিক্ষকরা নিজ উদ্যোগে ক্লাস নিচ্ছেন।

এরইমধ্যে সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা। সব বিভাগে পুরোদমে ক্লাস-পরীক্ষা শুরু দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগের চেয়ারম্যানের সাথে আলোচনা করে দ্রুত ক্লাস নেয়ার বিষয়ে অনুরোধ জানাবেন বলে নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

একই অবস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কিছু বিভাগে ক্লাস হলেও শিক্ষার্থী উপস্থিতি কম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলে নেই শিক্ষার্থীরা। চলছে না ক্লাস-পরীক্ষা। সিন্ডিকেটের মাধ্যমে শূন্য পদগুলোতে নিয়োগের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, প্রক্টর ও ছাত্রউপদেষ্টা পদত্যাগ করায় সেখানেও একই অবস্থা। খুলনা বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাস শুরু হবে ২৫ আগস্ট থেকে।

প্রসঙ্গত, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৮ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply