নারায়ণগঞ্জে পুলিশের হেফাজতে গোলাম দস্তগীর, দুপুরে তোলা হবে আদালতে

|

হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ‘নারায়ণগঞ্জ-১’ আসনের সাবেক সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে। বর্তমানে সে নারায়ণগঞ্জে পুলিশি হেফাজতে রয়েছে।

আজ রোববার (২৫ আগস্ট) দুপুরের পর সেখানকার জেলা ও দায়রা জজ আদালতে তোলা হবে তাকে।

এর আগে, শনিবার দিবাগত রাতে তাকে শান্তিনগর থেকে আটক করা হয়। গত ২১ আগস্ট তার বিরুদ্ধে নারায়নগঞ্জের রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ-মিছিলে রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুলছাত্র রোমান মিয়া। এ ঘটনায় নিহতের খালা রিনা বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী ও তার ছেলেকে হুকুমের আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply