সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা,ইউনিট এবং ডিউটিস্থল থেকে লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। অন্যথায় যার কাছে এসব অস্ত্র পাওয়া যাবে তাকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো ক্ষুদে বার্তায় বিষয়টি জানানো হয়।
এছাড়াও বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর। তিনি জানান, পুলিশের লুট হওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এমএইচ
Leave a reply