পাচার হওয়া অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস

|

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশটির রাষ্ট্রদূত রেতো রেংগলির সাথে সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতা চান তিনি।

বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, পাচারের অর্থ ফেরত আনা খুবই জরুরি। এ সময় সুইস রাষ্ট্রদূতের এর উপায় সম্পর্কে জানতে চান তিনি।

সুইস রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ড সবসময় বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও মানদণ্ড মেনে সহযোগিতা করতে ইচ্ছুক। অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে সুইজারল্যান্ড। তাছাড়া, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী তার দেশ।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ আরও উন্নত হবে। এ সময় মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি।

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ক্যাম্পে তরুণ নেতৃত্ব গড়ে তুলতে চায়।

/আরএইচ

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply