ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার যে খবরটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। বাংলাদেশ থেকে ভারতে কখনোই পাইপলাইনের মাধ্যমে কোনো প্রকার গ্যাস সরবরাহ করা হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে গ্যাস রফতানি করা হতো এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, পূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রফতানি করা হতো। কিন্তু বর্তমান সরকার তা বাতিল করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগ বন্ধ করা হয়েছে। এই খবরটি সঠিক নয়।
এতে আরও বলা হয়, বাংলাদেশ থেকে ভারতে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রফতানি করা হয় না। ভাততের সেভেন সিস্টার্সে যাওয়া গ্যাস লাইন বন্ধ করা হয়েছে এমন দাবিতে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
/আরএইচ
Leave a reply