ইরাকের আকাশসীমায় প্রবেশের পর ভূপাতিত তুরস্কের ড্রোন

|

ইরাকের আকাশসীমায় প্রবেশের পর ভূপাতিত করা হয়েছে তুরস্কের একটি ড্রোন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়। খবর বার্তা সংস্থা এপির।

শহরটির কেন্দ্রে একটি আবাসিক এলাকায় ভূপাতিত হয় ড্রোনটি। কয়েকটি বাড়ির সামনে আগুন জ্বলতে দেখা যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ড্রোনটি তুরস্কের বলা হলেও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ড্রোনটি নিজেদের কিনা, সেই তথ্য এখনও দেয়নি তুরস্ক। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, এই ঘটনার বিস্তারিত জানতে ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply