সাংবিধানিক অস্পষ্টতা শীঘ্রই দূর করার আহ্বান জানিয়ে এবি পার্টি ল’ইয়ার্সের নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সংবিধান সচল রয়েছে নাকি রহিত করা হয়েছে, তা সুস্পষ্ট নয়। তাই শীঘ্রই এর ব্যাখ্যা দাবি করে এবি পার্টি বলছে, সাংবিধানিক অস্পষ্টতা দুর না করলে যেকোনো সময় জটিলতা তৈরি হতে পারে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গণঅভ্যুত্থান পরবর্তী সাংবিধানিক সংকট ও কাঠামো বিষয়ে এক সংবাদ সম্মেলন করে এবি পার্টির আইনজীবীদের সংগঠন এবি পার্টি ল’ইয়ার্স এসব দাবি করে। বিকেল ৪টায় বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অন্তর্বর্তী সরকারের শপথ ও সংবিধানের বিভিন্ন অসংগতি তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন এবি পার্টির সহকারী সদস্যসচিব ব্যারিস্টার সানী আব্দুল হক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ব্যারিস্টার ফুয়াদ বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী যে সংবিধান জনগণের আকাঙ্ক্ষা ছিল, তার কোনো প্রতিফলন না ঘটিয়ে একজন ব্যক্তিকে কেন্দ্র করে ৭২ এর সংবিধান প্রণয়ন করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, মহানগর উত্তরের আহ্বায়ক অ্যাডভোকেট আলতাফ হোসাইন, এবি ল’ইয়ার্সের যুগ্ম সদস্য সচিব ও দফতর সম্পাদক অ্যাডভোকেট আলী নাসের খানসহ এবি ল’ইয়ার্সের নেতৃবৃন্দ।
/এএম
Leave a reply