ইংল্যান্ডের টেস্টের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ইংলিশদের দারুণ সাফল্য এনে দিয়েছেন ব্র্যান্ডন ম্যাককালাম। ‘বাজবল’ তত্ত্বে টেস্ট ক্রিকেটের ধারাই যেন পালটে দিয়েছেন তিন। টেস্টে ইতিবাচক সাফল্যের পর এই কিউই কোচকে সীমিত ওভারের প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি বিষয়টি নিশ্চিত করেছেন।
ম্যাককালাম সাদা বলের কোচ হিসেবে আগামী বছরের জানুয়ারি থেকে কাজ শুরু করবেন। এর আগে তিনি ২০২৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে চুক্তি নবায়ন করেন।
ম্যাককালামকে দায়িত্ব দিয়ে রব কি বলেছেন, আমি উচ্ছ্বসিত যে, ব্রেন্ডন লাল বলের সঙ্গে সাদা বলের কোচের দায়িত্বও পালন করতে সম্মত হয়েছেন। আমরা ভাগ্যবান যে, তার মতো কোচ ইংল্যান্ড ক্রিকেটের প্রতি প্রতিশ্রুতিশীল।
ম্যাককালামের আগে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের কোচ ছিলেন ম্যাথু মট। তার অধীনে ইংল্যান্ড একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তবে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে এবং ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশরা ভালো না করায় দায়িত্ব থেকে সরে যান তিনি।
ম্যাককালাম বলেন, আমি টেস্ট দলের সঙ্গে কাজটা উপভোগ করছিলাম। সাদা বলের দায়িত্ব আমার কাজটা বাড়িয়ে দিয়েছে। এই দায়িত্ব সামলাতে আমি প্রস্তুত। আমি জস বাটলার ও তার দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ ও চলতি বছরের শেষে হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড দলের দায়িত্বে থাকবেন ভারপ্রাপ্ত কোচ মার্কাস ট্রেসকোথিক। কদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেছে ইংল্যান্ড। এই সিরিজ শেষে ছুটিতে গেছেন ম্যাককালাম। অক্টোবরে পাকিস্তান সিরিজের আগে তিনি আবার টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন।
/আরআইএম
Leave a reply