ঐতিহাসিক সিরিজ জয়ের পর যা বললেন শান্ত

|

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডি পাকিস্তানের পেসারদের আঁতুড়ঘর। সাবেক পাকিস্তান পেসার শোয়েব আকতারের হোম ভেন্যুও রাওয়ালপিন্ডি। সেখানেই কিনা বাংলাদেশের পেসাররা রাজত্ব করলো। টাইগার বোলাররা যেভাবে দাপট দেখিয়েছেন, ব্যাটার-ফিল্ডারদের পারফরম্যান্সও ছিল অবিশ্বাস্য ভালো। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাই এমন সাফল্যের প্রতিক্রিয়া ভাষায় প্রকাশ করতে পারছেন না!

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারানো সফরকারীরা সিরিজ জিতলো ২-০ ব্যবধানে। বিদেশের মাটিতে ৩৪ সিরিজে এটা বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। আগের দু’টি সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে।

এমন স্মরণীয় জয়ের পর পুরো দলকে কৃতিত্ব দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়ক বলেন, এমন মুহূর্ত আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দলের সবাই যেভাবে খেলেছে তা দুর্দান্ত। শুরুতে জাকিরের আগ্রাসন ম্যাচের মোমেন্টাম আমাদের দিকে নিয়ে আসে। সাদমানও দারুণ ছিল। আমাদের মিডল অর্ডার নিজেদের অভিজ্ঞতার প্রমাণ দিয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ দিক।

শুধু মাঠের ক্রিকেটারদেরই নয় মাঠের বাইরের খেলোয়াড়দেরও প্রশংসায় ভাসিয়েছেন শান্ত। তিনি বলেন, সবাই অবদান রেখেছে এই জয়ে, বিশেষ করে একাদশে না থাকা সেই চার খেলোয়াড় যারা সুযোগ পায়নি। ফিল্ডিংয়ে দলকে খুবই দারুণ সহায়তা করেছে তারা। আশা করি, এই সংস্কৃতিটা বজায় থাকবে। সামনে ভারতের বিপক্ষে সিরিজ। আশাকরি, আগামী দিনেও জয়ের এই সংস্কৃতি গড়ে উঠবে আমাদের মধ্যে।

শান্ত জানালেন, এমন জয়ের ধারা অব্যাহত রাখতে চান তারা। তিনি বলেন, আশা রাখি জেতার এই ধারা অব্যাহত থাকবে। আর পার্টি, সেটা ম্যানেজারের দায়িত্ব। আমাদের সফরও করতে হবে। তবে আমরা আনন্দের সঙ্গে এ যাত্রাটি করবো।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply