ভুঁইফোড় মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান দিলদারের জামিন বাতিল

|

ভুঁইফোড় মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম দিলদারকে কারাগারেই থাকতে হচ্ছে। প্রতারণা ও মানবপাচার আইনের মামলায় তাকে দেয়া হাইকোর্টের স্থায়ী জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।

বুধবার (৪ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় মানবাধিকার সংস্থা জাতীয় মানবাধিকার কমিশনের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালত জাতীয় মানবাধিকার কমিশনের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, যথাসময়ে পদক্ষেপ নেয়া হয়নি বলেই নামে-বেনামে এ ধরনের প্রতিষ্ঠানের জন্ম হয়। এর আগে গত ৩ জুলাই সাইফুল ইসলাম দিলদারকে জামিন দেন হাইকোর্ট। পরে ৭ জুলাই তার জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply