গাজা ইস্যুতে আবারও জাতিসংঘের জরুরি বৈঠক

|

এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে গাজা ইস্যুতে আবারও জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবারের (৫ সেপ্টেম্বর) অধিবেশনে চরম হতাশা প্রকাশ করা হয় চলমান পরিস্থিতি নিয়ে। খবর আল জাজিরার।

তিন মাস আগে যুক্তরাষ্ট্রের তোলা যুদ্ধবিরতির যে প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাস হয়েছিলো, ইসরায়েল এখনও সেটি গ্রহণ না করায় ক্ষোভ ঝাড়ে কয়েকটি সদস্য দেশ। ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সাফাই থাকলে একটু সময়সাপেক্ষই হয় এ ধরনের কূটনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে।

জরুরি বৈঠকে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কড়া সমালোচনা করে আলজেরিয়া। অন্যদিকে, হামাসের হাতে ৬ ইসরায়েলি জিম্মি নিহতের বিষয়ে পরিষদের সদস্যদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে ইসরায়েল।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply