আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

|

আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যানে ৬ জনের লাশ পুড়িয়ে দেয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ভাই হত্যার বিচার চেয়ে নওগাঁর মো. রিজওয়ানুল হাসান বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন।

গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর ভ্যানে থাকা ৬ জনের লাশ পুড়িয়ে দেয়া হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও থেকেই ২ জনকে শনাক্ত করতে পারে তাদের পরিবার।

ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানগাড়িতে পড়ে আছে কয়েকজনের নিথর দেহ। পাশ থেকে আরও একটি মরদেহ সেই ভ্যান গাড়িতে তুলছিলেন পুলিশ সদস্যরা। সেই মরদেহ ঢাকার জন্য পুলিশ সদস্যরা ব্যবহার করেছিলেন ময়লা চাদর ও রাস্তার পড়ে থাকা ব্যানার। পরে ওই মরদেহগুলো পুড়িয়ে ফেলা হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply