ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা সংস্কার করে পার্বত্য কোটা চালুর দাবি

|

একপেশে ও বৈষম্যমূলক ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা সংস্কার করে পার্বত্য কোটা চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। তারা বলেন, পাহাড়ে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করতে হবে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।

তারা বলে, পার্বত্য চট্টগ্রামে ১৯০০ সালের শাসনবিধির মতো ঔপনিবেশিক আইন বাতিল করে এ অঞ্চলের বাঙ্গালি জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কোটা পদ্ধতির মাধ্যমে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে।

তারা আরও জানায়, রাজনৈতিকভাবে তিন জেলা পরিষদের চেয়ারম্যান ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য সংরক্ষিত। তাই সেখানে নির্বাচনের মাধ্যমে একজন ভাইস চেয়ারম্যান বাঙালিদের থেকে মনোনয়ন দেয়ার দাবি জানায় তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply