পররাষ্ট্র উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক শুরু

|

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে বৈঠকে বসেছে বাংলাদেশে সফররত মার্কিন প্রতিনিধি দল। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দূতাবাস কর্মকর্তাদের সাথে অনানুষ্ঠানিক বৈঠকের পর শুরু হয় এই দ্বিপাক্ষিক বৈঠক।

বৈঠকে মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দফরতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এছাড়া প্রতিনিধি দলটিতে আরও চারজন সদস্য রয়েছেন।

এই বৈঠকের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় যাবে প্রতিনিধি দলটি। সেখানে ড. ইউনূসের সাথে বৈঠক করবেন তারা। তারপর আবারও অতিথি ভবন পদ্মায় ফিরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথে বৈঠকে বসবেন তারা।

তাছাড়া রোববার দুপুরে মার্কিন প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারপর বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠক শেষে রোববারই ঢাকা ছাড়বেন তারা।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply