কুড়িগ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু 

|

স্টাফ করসপনডেন্ট, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক কৃষক। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের কদমতলা মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত বছর মাহমুদের ছেলে আশরাফ আলী (৫০) এবং একই গ্রামের মৃত সাদের আলীর ছেলে আইনুল ইসলাম (৩৮)। আহত কৃষকের নাম আব্দুল করিম (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আশরাফ ও আইনুল একই গ্রামের বাসিন্দা। তারা দুজনে মাঠে গরু চড়াচ্ছিলেন। বিকেলে হঠাৎ আবহাওয়া খারাপ দেখে তারা গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় তাদের ওপর বজ্রপাত পড়লে ঘটনাস্থলে আশরাফের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আইনুলকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আক্তারুল ইসলাম বলেন, আইনুল ও আশরাফ কদমতলা গ্রামের বাসিন্দা। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, বজ্রপাতে নিহত দুই কৃষকের খবর পেয়েছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply