‘আট মাসে ধর্ষণের শিকার ২২৪ কন্যাশিশু’

|

প্রতীকী ছবি।

গত ৮ মাসে ২২৪ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এ তথ্য জানিয়েছে।

এ সময়, যৌন হয়রানি, উত্ত্যক্তকরণ ও নিপীড়ন রোধে ‘যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন’ নামে জরুরি ভিত্তিতে একটি আইন প্রণয়নের পরামর্শ দেয় ফোরামটি। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত শিশুদের ওপর নির্যাতন ও সহিংসতার চিত্র পর্যবেক্ষণ করে তারা।

বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে জানিয়ে বলা হয়, গত ২৩ বছর ‘ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার’ থেকে ৬২ হাজারের বেশি নারী ও শিশু সহায়তা পেয়েছে।

মামলা হয়েছে মাত্র ১৯ হাজার ৪৪১টি। এরমধ্যে, মাত্র ৩ শতাংশ ক্ষেত্রে রায় হয়েছে। সাজা কার্যকর হয়েছে এক শতাংশেরও কম।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply