তারল্য সংকট সমাধান ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির দাবি অভিবাসী পরিষদের

|

ব্যাংকিং সেক্টরে তারল্য সংকটের সমাধান, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রবাসী ও অভিবাসী পরিষদ।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আধুনিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রস্তাবনা পেশ করেন প্রবাসী ও অভিবাসীরা।

প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে আলাদা কমিশন গঠনের আহ্বান জানান তারা। এছাড়াও প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিত, তাদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর ব্যবস্থা করাসহ প্রবাসীদের জন্য পেনশন স্কিম চালুর দাবি জানান।

তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যসহ যেসব দেশে প্রবাসীরা সরকার পতনের আন্দোলন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বিমানের টিকেটিং ট্রাভেল ব্যবসায়ী, দালাল ও সিন্ডিকেট মুক্ত করে সম্পূর্ণ অনলাইন ব্যবস্থায় আনার আহ্বান জানানো হয়।

/এএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply