আইন কমিশনের চেয়ারম্যান ও দুই সদস্য নিয়োগ

|

আগামী তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান পদে সাবেক বিচারপতি জিনাত আরাকে নিয়োগ দিয়েছে সরকার। প্রথম নারী হিসেবে আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন তিনি।

এছাড়া, কমিশনের সদস্য পদে সাবেক বিচারপতি শামীম হাসনাঈন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাঈমা হককেও নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (২ অক্টোবর) এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রশাসন শাখা-২।

প্রজ্ঞাপনে বলা হয়, আইন কমিশন আইন ১৯৯৬ সালের ১৯ নং আইনের ধারা ৫ এর উপধারা ১ ও ২ এর ক্ষমতাবলে সাবেক বিচারপতি জিনাত আরাকে নিয়োগের তারিখ হতে পরবর্তী তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো। কমিশনের চেয়ারম্যান পদে থাকাকালীন জিনাত আরা আপীল বিভাগের বিচারকের সমান বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এদিকে, আইন কমিশনের সদস্য পদে থাকাকালীন সাবেক বিচারপতি শামীম হাসনাঈন ও অধ্যাপক নাঈমা হক হাইকোর্ট বিভাগের বিচারকের সমান বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply