হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০, রাষ্ট্রীয় শোক পালন করছে আফগানিস্তান

|

epa07179599 Afghan religious scholars wait outside the Emergency hospital after a suicide attack targeted a religious gathering at a wedding hall, in Kabul, Afghanistan, 20 November 2018. According to the health ministry of Afghanistan at least 40 killed people were killed and 60 others were wounded. EPA-EFE/HEDAYATULLAH AMID

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এ ঘটনায় রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে দেশটিতে।

মঙ্গলবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাবুলের আলোচনা সভায় চালানো হয় এ আত্মঘাতী হামলা। এতে আহত হয় আরও অন্তত ৮৩ জন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কা বলে জানান চিকিৎসকরা।

হতাহতদের স্মরণে ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠি। শহরের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা সদস্য। গেলো কয়েক মাস ধরে দেশটিতে বেড়েছে জঙ্গিগোষ্ঠি আইএস এবং তালেবানের হামলা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply