সাতক্ষীরা করেসপনডেন্ট:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তিনি বলেছেন, মন্দিরে চুরির ঘটনা দুঃখজনক। খবর শোনা মাত্রই তারা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন চুরি হওয়া মুকুট দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করতে ও চুরির সাথে জড়িত ব্যক্তিকে আটক করতে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে তিনি মন্দির পরিদর্শনে যান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাশ, জামায়াতের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ মন্দির প্রাঙ্গন ত্যাগের পর মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
প্রসঙ্গত, গেল বৃহস্পতিবার দুপুরে মন্দির থেকে স্বর্ণের মুকুটটি চুরি করে এক যুবক। পরিদর্শনে এসে মুকুটটি উপহার দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
/এনকে
Leave a reply