হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার করেছে ইসরায়েল— এমন দাবি করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনের এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি অভিযানে এই হামাস নেতা নহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব। এর আগে, ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর গুঞ্জন উঠলে তদন্ত করে তা যাচাই করে ইসরায়েল।
এদিকে, এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
প্রসঙ্গত, প্রায় ২২ বছর ইসরায়েলি জেলখানায় সাজা খেটেছেন ইয়াহিয়া সিনওয়ার। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয় তাকে। ইসমাইল হানিয়ার মৃত্যুর পর এ বছরের জুলাইয়ে হামাস প্রধান হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়।
/আরএইচ
Leave a reply