ছাত্রলীগের বিরুদ্ধে আবারও মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

|

ছবি: সংগৃহীত।

গত ১৫ জুলাই স্বতঃস্ফূর্ত আন্দোলনে বাধা দেয়া ও বিভিন্ন সময়ে হলের ছাত্রী নির্যাতনের অভিযোগ এনে ছাত্রলীগের ২২০ জন সদস্যদের বিরুদ্ধে আরও একটি মামলা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগ থানায় এই মামলা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেন।

তিনি জানান, মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামী করা হয়েছে। সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বাধা দিয়েছে পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধেও মামলা হবে বলে জানিয়েছেন তিনি।

মামলার অন্যতম আসামী হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় সেক্রেটারি শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সায়ন ও সেক্রেটারি তানভীর হাসান সৈকত।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply