নতুন ভোটার করার লক্ষ্যে ঢাকা মহানগরীতে আজ থেকে ছবি তোলা, আঙ্গুলের ছাপ নেয়া ও নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন।
ইতোমধ্যে ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এখন কেন্দ্রে গিয়ে ছবি তুলে ও আঙ্গুলের ছাপ দিতে হবে সংশ্লিষ্টদেরকে। এছাড়া যাদের তথ্য সংগ্রহ করা হয়নি, তারাও এসব নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সকালে বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোটার নিবন্ধনের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া অন্য কমিশনাররা সারা দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন।
ভোটার হতে হলে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন সার্টিফিকেটের কপি বা প্রমাণপত্র জমা দিতে হবে। নিবন্ধনের সময়সূচি কমিশনের ওয়েবসাইট ছাড়াও হটলাইন ১০৫ নম্বরে ফোন করে জানা যাবে।
Leave a reply