সৌদি প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে আখাউড়ায় স্বামীর আত্মহত্যা

|

আখাউড়া করেসপনডেন্ট:

সৌদী আরব প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোহন মিয়া নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (৬ নভেম্বর) সকালে পৌরশহরের তারাগন গ্রামের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ।

নিহত মোহন পৌরশহরের তারাগন মধ্যপাড়ার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর আগে তাসলিমা আক্তার চাঁদনীর সাথে পারিবারিক সম্মতিতে মোহন মিয়ার বিয়ে হয়। নূর মোহাম্মদ আব্দুল্লাহ নামের একটি ছেলে সন্তান রয়েছে তাদের। গত ১৫ দিন ধরেই প্রবাসে থাকা স্ত্রীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয়ে আসছিল তার। এ কারণে বেশ কিছুটা মানসিক চাপে থাকতেন তিনি। স্ত্রীর সাথে অভিমানে মঙ্গলবার দিবাগত রাতের দিকে নিজ বাসা বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মরদেহ উদ্ধারকারী কর্মকর্তা আখাউড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. আবির বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের প‌রিবার থে‌কে এখনও থানায় লি‌খিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরেই অভিমানে মোহন তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

/এসআইএন/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply