‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনে’ ট্রাম্পকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অভিনন্দন

|

জয়ের দ্বারপ্রান্তে ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে নিজেই নিজেকে বিজয়ী ঘোষণাও করেছেন। বিশ্বনেতারাও তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউজে আপনার ঐতিহাসিক ফিরে আসা আমেরিকার জন্য একটি নতুন যাত্রা এবং ইসরায়েল ও আমেরিকার মহৎ অংশীদারিত্বের প্রতি শক্তিশালী প্রতিশ্রুতি।

তিনি আরও বলেছেন, ‘এটি একটি বিশাল বিজয়।’

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানও অনেকটা একই রকম মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মার্কিন রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তন! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিশাল বিজয়ের জন্য অভিনন্দন। পৃথিবীর জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয়!

এই রিপাবলিকান প্রার্থীর ‘ঐতিহাসিক নির্বাচনী বিজয়ে’ অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, আগামী বছরগুলোতে আপনার সাথে কাজ করার অপেক্ষা করছি। সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে আমরা আমাদের মূল্যবোধ, স্বাধীনতা, গণতন্ত্র ও উদ্যোগী মনোভাব রক্ষায় একত্রে কাজ করবো।

আবারও হোয়াইট হাউজে যেতে মাত্র তিনটি ইলেক্টোরাল ভোট থেকে দূরে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply