পাবনায় মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা

|

পাবনা প্রতিনিধি:

পাবনার আতাইকুলায় আসিফ (৩২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে আতাইকুলার গঙ্গারামপুর এলাকার একটি পেঁয়াজক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আসিফ আতাইকুলা থানার পীরপুর এলাকার আসলাম কসাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর আগে গঙ্গারামপুর এলাকায় আসিফের একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর আসিফের মাথায় সমস্যার কারণে বছর খানেক আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। গত ৪ মাস আগে পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন আসিফ।

জানা গেছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) এলাকার একটি ধর্মীয় জলসায় অংশ নেন নিহত আসিফ। জলসা থেকে ফেরার পথে তিনি সাবেক স্ত্রীর চাচার বাড়িতে গিয়েছিলেন বলে দাবি নিহতের স্বজনদের। সেখান থেকে আসিফের বাড়িতে ফোন দিয়ে জানানো হয়েছিল, আসিফ তাদের বাড়িতে আছে, তাকে যেন নিয়ে যায় তারা। এরপর সকালে তার গলাকাটা মরদেহ উদ্ধারের খবর পায় স্বজনেরা।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাপাতাল মর্গে পাঠানো হয়। হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply