অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে ২ ম্যাচ নিষিদ্ধ আলজারি জোসেফ

|

ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে অধিনায়ক শেই হোপের সঙ্গে তর্কে জড়িয়ে রাগ করে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন উইন্ডিজ পেসার আলজারি জোসেফ। ম্যাচ শেষের পর থেকেই বোঝা গিয়েছিল, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। অপেশাদারি আচরণের কারণে এই ক্রিকেটারকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

এক বিবৃতিতে আলজারির শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সেখানে বলা হয়েছে, তার এমন আচরণ ক্যারিবিয়ান বোর্ডের পেশাদারি মানের সঙ্গে মেলে না। আরও উল্লেখ করা হয়েছে, এই ধরনের ঘটনা কখনোই এড়িয়ে যাওয়ার মতো নয়।

গত বুধবার বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের সময় একাধিকবার আচমকা মাঠ ছেড়ে বেরিয়ে যান আলজারি। অধিনায়ক শেই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে একমত ছিলেন না তিনি। অসন্তোষ প্রকাশের এক পর্যায়ে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় তাকে।

প্রথমবার আলজারি বেরিয়ে গিয়েছিলেন ইনিংসের চতুর্থ ওভারের পর। হোপের সঙ্গে তর্কে জড়ানোর পর ওই ওভারের প্রথম বলে ইংল্যান্ডের জর্ডান কক্সকে আউট করেও উদযাপন করেননি। ওভার শেষ করে কিছু না বলে তিনি মাঠ ছাড়েন। সেসময় ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি তাকে বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি। যদিও আলজারি মাঠে ফিরে আসেন ষষ্ঠ ওভারে। কিন্তু মাঝে পঞ্চম ওভারে একজন কম নিয়ে ফিল্ডিং করতে হয় ক্যারিবিয়ানদের।

জোসেফের এমন কাণ্ড ভালোভাবে নেননি কোচ ড্যারেন সামি। তিনি বলেন, ক্রিকেট মাঠে এমন আচরণ অগ্রহণযোগ্য। আমরা সবাই বন্ধু হয়ে থাকব। আমি যে সংস্কৃতি তৈরির চেষ্টা করছি, সেখানে এটা মেনে নেয়া যায় না। এই বিষয়ে আমরা অবশ্যই কথা বলব।

/এএম



সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply