স্টাফ রিপোর্টার, জামালপুর
অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে গেছে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানা।
আজ সকাল পৌনে ৬ টার দিকে কারখানার ইউরিয়া প্ল্যান্টের স্টার্ট আপ হিটারের পাইপে ফাটল দেখা দেয়। ওই ফাটল দিয়ে হাইড্রোজেন গ্যাস ছড়িয়ে পড়ে আগুন ধরে যায়। এসময় কারখানার সবগুলো ইউনিট বন্ধ করে দেওয়া হয়।
কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস টিম আড়াই ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবা সুলতানা জানান, কারখানার মেরামত বিভাগের প্রধান শেখ আব্দুল্লাহকে প্রধান করে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ও ক্ষয়ক্ষতি নিরুপনে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী ৭ কার্যদিবসের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমান ও অগ্নিকাণ্ডের কারণ জানিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a reply