ইসরায়েলে ফের হুতিদের ড্রোন হামলা

|

আবারও ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে এমন দাবি করেছেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে। খবর আনাদোলু এজেন্সির।

রাজধানী তেল আবিব আর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইয়াফায় আইডিএফ’র দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় এই হামলা। ড্রোন ছাড়াও হামলায় ব্যবহার করা হয়েছে ফিলিস্তিন-টু নামের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল।

এর আগে, ইয়েমেনের রাজধানী সা’আদা আর আমরান শহরে হুতি বিদ্রোহীদের একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনী। জবাবে এ হামলা করে হুতিরা।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব প্রতিবাদ জানিয়ে আসছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত থামবে না হামলা; বিবৃতিতে তা স্পষ্ট জানিয়েছে তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply