অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন— সেবা ও সুযোগের বৈষম্য আছে। অনেক গরীব মানুষ জানে না তার জন্য কী কী সেবা আছে। ব্যাংকে দরিদ্ররা হেনস্থার শিকার হয়। মানসম্মত শিক্ষাও সবাই পায় না। স্বাস্থ্য সেবা নিতে দরিদ্রদের ঘর-জমি বিক্রি করতে হয়। এটা হতে পারে না।
সোমবার (১১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সালেহ উদ্দিন আহমেদ বলেন, এমন দৃষ্টান্ত রেখে যেতে চাই, যেন পরের সরকার তা সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। রাজনৈতিক সরকার যদি আগের সরকারের সব কাজ ভুল বলে তাহলে দেশ এগোবে না।
এতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, সবাইকে করের আওতায় আনতে অটোমোশনের বিকল্প নেই। জমি কেনাবেচার সময় কেউ সঠিক দাম জানায় না, এটি বন্ধ হওয়া উচিত।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেছেন, পুঁজিবাজারের ওপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। বন্ড মার্কেটকে কার্যকর করার কোনো বিকল্প নেই।
বৈষম্য সৃষ্টি হয় এমন সব ব্যবস্থাপনা অচিরেই বন্ধ করার তাগিদ দেন অর্থনীতিবিদ ড. মুস্তফা কে. মুজেরী। এজন্য চিন্তাধরায় পরিবর্তন আনার কথা বলেন তিনি।
/এমএন
Leave a reply