স্টাফ করেসপন্ডেন্ট, হবিগঞ্জ:
হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে ধূমপানকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাইপাস সড়কে একটি মোটরসাইকেল শোরুমের সামনে মোহনপুর এলাকার দুই যুবক ধূমপান করছিল। এসময় বড়বহুলা এলাকার এক যুবক এসে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/এএম
Leave a reply