চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:
চুয়াডাঙ্গার দর্শনার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন নফরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার জয়নাল আবেদিন দর্শনার পৌর এলাকার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক কাউন্সিলর। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার বিশেষ অভিযানে আটকের পরে তার স্বীকারোক্তিতে বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে ২টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১টি ছুড়ি ও ৬টি চাপাতি উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, তার বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারি, অবৈধ অস্ত্র, হত্যা ও অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী হিসেবে পরিচিত।
/এসআইএন
Leave a reply