গ্রহণযোগ্য নির্বাচন উপহার না দিলে জনগণ কমিশনকে ক্ষমা করবে না: মুফতি ফয়জুল করিম

|

ফাইল ছবি

ভোলা করেসপনডেন্ট:

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম নতুন নির্বাচন কমিশনের উদ্দেশে বলেছেন, নতুন নির্বাচন কমিশন ভালো একটি নির্বাচন উপহার দিতে না পারলে দেশের জনগণ কখনই ক্ষমা করবে না। জনগণ নিরপেক্ষ, নির্দলীয় ও গ্রহণযোগ্য নির্বাচন চায়।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ইসলামী আন্দোলন ভোলা উত্তর শাখার আয়োজনে ভোলার আবাসনে গ্যাস সংযোগ, ইন্ট্রাকোর সাথে অবৈধ চুক্তি বাতিল, ভোলা-বরিশাল ব্রিজ ও জুলাই-আগস্টে গণহত্যার বিচারের দাবিতে গণ সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এমন পরিবেশ তৈরি করুন, যাতে নির্বাচনে প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পছন্দমতো প্রার্থীকে জনগণ ভোট দিয়ে বিজয়ী করতে পারে। এমন এটি নির্বাচনের ব্যবস্থাই কমিশনকে করতে হবে।

তিনি আরও বলেন, হত্যাকারী, খুনি ও লুটেরা আবারও ক্ষমতায় আসার জন্য চক্রান্ত করছে। তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। বলেন, ভোলার গ্যাসে এখানকার জনগণের অধিকার বেশি। তাই ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দিবে হবে। ভোলা-বরিশাল ব্রিজ খুবই প্রয়োজন। তাই সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য আহবান জানান তিনি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply