ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৪ রানে অলআউট অস্ট্রেলিয়া! অবিশ্বাস্য হলেও সত্যি! অন্যদিকে, ৪৬ রানের লিড পেয়েছে ভারত। বুমরাহর বোলিং তোপে ৭৯ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল অসিরা।
এরপর দশম উইকেটে স্টার্ক ও জস হ্যাজেলউডের ২৫ রানের জুটিতে কোনোমতে ১০০ পার করে অস্ট্রেলিয়া। এই জুটি করতে তাদের খেলতে হয়েছে ১১০ বল! এই জুটির ২৫ রানই প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ জুটি।
শুক্রবার পার্থের বাউন্সি পিচে প্রথমে ব্যাট করতে নেমে ১৫০ রানেই গুটিয়ে যায় ভারত। প্রথম ইনিংসে ভারতকে অল্প রানে বেঁধে রাখার পরেও ব্যাট করতে নেমে বিপাকে পড়ে অসিরা।
বুমরাহ-সিরাজদের বোলিং তোপে ৭ উইকেট হারিয়ে ৬৭ রানে দিন শেষ করে স্বাগতিকরা। ক্রিজে ছিলেন অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অসিরা। বুমরাহর বলে ঋষভ পন্তের হাতে ধরা পড়েন ক্যারি। নিজের প্রথম ওভারের প্রথম বলেই অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকে সাজঘরে ফিরিয়ে পার্থে পাঁচ উইকেট শিকার করেন ভারত অধিনায়ক।
তবে, বুমরাহ ছাড়াও দুর্দান্ত বল করেছেন অভিষিক্ত হর্ষিত রানা। ৪৮ রানের বিনিময়ে ইনিংসে ৩ উইকেট শিকার করেছেন এই পেসার। প্রথম দিনেই ২ উইকেট পেয়েছিলেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ।
/এআই
Leave a reply