লক্ষ্মীপুর করেসপনডেন্ট:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর হযরত শাহ মিরান (রহ.) এর বাৎসরিক ওরশ ও মেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের ভেতর এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন, রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, তার ছেলে ছোটন এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত ও শাহ আলমসহ ১০ বিএনপি সমর্থক। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, আগামী ২৬ নভেম্বর থেকে কাঞ্চনপুর শাহ মিরান দরগাহ শরিফের বাৎসরিক ওরশ ও মেলা শুরু হওয়ার কথা। ওরশের পাশাপাশি দরগাহ এলাকায় শত শত দোকানি পসরা সাজিয়ে ব্যবসা করেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসেন মেলা উপলক্ষে। স্থানীয়রা জমি, সড়কের দুই পাশের জায়গা ভাড়া দেন ওসব ব্যবসায়ীদের কাছে। মেলার দোকান নিয়ে প্রতিবছরই যখন যে দল ক্ষমতায় আসে তাদের ভেতরে দ্বন্দ্ব লেগে থাকে।
জমি ও সড়কের দুই পাশ ভাড়া দেয়ার বিষয়ে উপজেলা বিএনপির দুই গ্রুপেই গত কয়েকদিন মহড়া ও পাল্টা মহড়া দিচ্ছিল। মেলার দোকান বরাদ্দ ও আয়ের নিয়ন্ত্রণ নিয়ে সাবেক চেয়ারম্যান আবদুল খালেক ও যুবদল নেতা শাহাদাত হোসেন সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংর্ঘষে আহত হন ১০ নেতাকর্মী।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
/এনকে
Leave a reply