পবিপ্রবিতে র‍্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার  ৭

|

ষ্টাফ ক‌রেসপন‌ডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ৩ শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের দায়ে অভিযুক্ত ৭ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বাশার খান। এর আগে গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলের গণরুমে দ্বিতীয় বর্ষের কিছু ছাত্র আসে। এ সময় তারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। এতে অসুস্থ হয়ে পড়ে স্নাতক প্রথম বর্ষের ছাত্র হাসিবুর রহমান সবুজ, অভিজিৎ শর্মা, মৃদুল পাল। খবর পেয়ে হল এর প্রভোস্ট এবং সহকারী প্রক্টর ঘটনাস্থলে গিয়ে কৃষি ও ব্যবস্থাপনা অনুষদের ৭ জন ছাত্রকে আটক করে। পরে আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, এ পরিস্থিতি একেবারেই কাম্য নয়। উক্ত ঘটনার সাথে যে বা যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply