ডারবান টেস্টে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে রীতিমতো চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ৫১৬ রানের বিপরীতে তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১০৩ রান।
শুক্রবার (২৯ নভেম্বর) তৃতীয় দিনে ৩৬৬ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। স্টাবস করেন ১২২ রান। বাভুমার ব্যাট থেকে আসে ১১৩।
স্বাগতিকরা দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ১৪৯ রানের লিড নিয়ে। শুরুটা যদিও খুব একটা ভালো হয়নি তাদের। এইডেন মার্করাম ছাড়া রান করতে ব্যর্থ হয়েছেন টপ অর্ডারের বাকি দুই ব্যাটার। টনি ডি জর্জি ১৭ আর উইয়ান মুল্ডার ১৫ রান করে আউট হন। মার্করাম আউট হন ফিফটি থেকে তিন রান দূরে থেকে।
চতুর্থ উইকেটে লঙ্কান বোলারদের হতাশ করে দারুণ জুটি গড়েন স্টাবস ও বাভুমা। দুজনই ব্যক্তিগত সেঞ্চুরির ইনিংসে গড়েন ২৪৯ রানের বিশাল জুটি। ২২১ বল মোকাবিলায় ৯ চার ও ২ ছক্কায় ১২২ রানে স্টাবস আউট হওয়ার পর ক্রিজে স্থায়ী হননি বাভুমাও। ২২৮ বল মোকাবিলায় ৯ চারের মারে ১১৩ রান করে দলীয় ৩৬৬ রানে আউট হন প্রোটিয়া অধিনায়ক। ততক্ষণে পর্যাপ্ত পুঁজি পাওয়ায় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে অলআউট হওয়া শ্রীলঙ্কা বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দিমুখ করুনারত্নের উইকেট হারায়। দলের খাতায় ১২ রান যোগ হতেই কাগিসো রাবাদার শিকার হন ব্যক্তিগত ৪ রানের ইনিংসে। একে একে বিদায় নিয়েছেন ম্যথুস, মেন্ডিস ও জয়াসুরিয়াও। দিনশেষে জয়ের জন্য নির্ধারিত রানের চেয়ে ৪১৩ রানে পিছিয়ে লঙ্কানরা। ক্রিজে আছেন দিনেশ চান্ডিমাল ও অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।
/এমএইচআর
Leave a reply