ইউনিভার্সাল মিউজিক ও স্পটিফাইয়ের বিরুদ্ধে মামলা ড্রেকে’র

|

ইউনিভার্সাল মিউজিক, স্পটিফাইয়ের বিরুদ্ধে আবারও মামলা দায়ের করেছেন হিপ হপ তারকা ড্রেক। ‘নট লাইক আস’ গানকে কেন্দ্র করে র‌্যাপার কেন্ড্রিক লামার ও ড্রেকের মধ্যে দ্বন্দ্ব এখন তুঙ্গে। এক প্রতিবেদনে মার্কিন ম্যাগাজিন ভ্যারাইটি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গানটিকে দুই র‌্যাপারের মধ্যে লম্বা সময়ের একটি দ্বন্দ্বের সূচনা হিসেবে দেখছেন অনেকে। গানটি মার্কিন চার্টে এক নম্বরে আছে এবং বছরের সেরা গানসহ চারটি গ্র্যামি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছে। 

ড্রেকের অভিযোগ, ইউনিভার্সাল মিউজিক তার নতুন গানের মুক্তি বন্ধ করতে যৌন অপরাধের মিথ্যা অভিযোগ এনেছে। ড্রেকের আইনজীবীরা দাবি করছেন, ইউনিভার্সাল গানটিকে হিট করার জন্য এমন নাটক সাজিয়েছে এবং লামারের উসকানিমূলক গান ব্যবহার করেছে। 

এছাড়াও ড্রেক, কোম্পানির বিরুদ্ধে স্পটিফাইতে গানের প্রোফাইল বেআইনিভাবে বুস্ট করার অভিযোগ আনেন। ইউনিভার্সাল অভিযোগকে আপত্তিকর এবং অসত্য বলে অভিহিত করেছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply