পাঠ্যবইয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরা হয়েছে

|

সিনিয়র করেসপনডেন্ট, রংপুর ব্যুরো:

এবার বই উৎসব হবে না কিন্তু বছরের শুরুর দিনই সকল শিশুর কাছে বই পৌঁছাবে। এছাড়াও, প্রাথমিক পাঠ্যবইয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানের ইতিহাস আলোকচিত্র ও গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়।

আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরে রংপুর আরডিআরএস মিলনায়তনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৫ প্রকল্পের জন্য ডিজাইনিং কর্মশালায় যোগ দিতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. বিধান রঞ্জন রায় বলেন, আমাদের উদ্দেশ্যে হলো প্রাথমিকের শিক্ষার্থীরা ফ্রি হ্যান্ড লেখনি, ঝরঝরে রিডিং এবং অংকগুলো যেন নিমিষেই করতে পারে। এবার আমরা কোনো উৎসব করছি না। এর মধ্যে অনেক বই ছাপা হয়ে গেছে। বছরের শুরুতেই শিশুদের কাছে বই পৌঁছাবে।

তিনি আরও বলেন, পাঠ্যপুস্তকের বেশ কিছু জায়গায় পরিবর্তন আনা হয়েছে। থাকছে জুলাই অভ্যুত্থানের ইতিহাস। পরে তিনি পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply